প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে : আবুল হাশেম

কুমারখালীতে ১৫ বছর পর জামাতের দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত! 

কুষ্টিয়া প্রতিনিধি। এস,এম বাদলঃ

' যত আশান্ত ও নৈরাজ্যের মূল হল বেকার যুবকরা। তারা ঠিক থাকলে দেশ শান্তি থাকবে। সেজন্য জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে বেকার ভাতা চালু করা হবে। ' বেকারদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। মঙ্গলবার বিকেলে কুমারখালীর পান্টি ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ফ্যাসিবাদী দুর হলেও দেশ থেকে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি দুর হয়নি। একদল পালিয়েছে। আরেক দল লুটপাটের পায়তারা করতেছে। অনেক দলই আসল। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। একবার জামায়াতকে ক্ষমতায় বসিয়ে দেখেন। দেশ ও জাতির কল্যাণ হবে।

এরআগেে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা জামায়াতের আমীর আবুল হাসেম বলেন,  যুক্তিক সংস্কারের পর দেশে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্খিত লক্ষ্য অর্জিত সম্ভব নয়। সেজন্য আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

পান্টি জামায়াতের ইসলামীর আমীর হাফেজ সাইদুর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন ও নায়েবে আমীর আফজাল হোসাইন। এসময় জামায়াতে ইসলামীর অংগসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়