প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় ছাত্রদলের  আহবায়ক  চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ

মাগুরা শ্রীপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক ইয়াসিন আলী সোহেল মুন্সি কে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি কেন্দ্রীয় ছাত্রদল। 

দপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস  বিজ্ঞপ্তিতে বলা হয়  কেন্দ্রীয় সংসদের  সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাগুরা জেলা  শাখার অধীনস্থ শ্রীপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলকে  কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার ৎেকে সাংগঠনিক সম্পর্ক না রাখার ও নির্দেশ দেন।

মাগুরা  শ্রীপুর উপজেলার আহবায়ক সোহেল মুন্সির  বিরুদ্ধে থানায় চাঁদা দাবির অভিযোগ দিয়ে বিপাকে পড়েছেন ফয়জুর রহমান নামে এক স্কুলশিক্ষক হুমকির মুখে ওই শিক্ষকের এখন স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। 

এমন সংবাদ মিডিয়াতে প্রকাশিত হলে উর্ধতন নেতৃবৃন্দের নজরে আসে এবং জেলা ছাত্রদল সোহেল মুন্সি কে একটি কারন দর্শানো নোটিশ প্রদান করেন এবং নোটিশে বলা হয় আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষ জনক জবাব দিতে বলা হয়।

নোটিশের সঠিক জবাব না পাওয়ায় এবং চাঁদা,সরকারি জমি দখল,সরকারী গাছ কাটা সহ সকল ধরনের অপরাদ প্রাথমিক  প্রমানিত  হওয়ায় জেলা কমিটি শ্রীপুর  উপজেলা আহ্বায়ক ইয়াসিন আলী  সোহেল মুন্সিকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করে। তারই প্রেক্ষিতে ২৭/০৪/২৫ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আলী সোহেল মুন্সিকে  সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়