মোঃ ইজারুল , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়ার সময় জামায়াতে ইসলামী নেতার বাধা দিয়ে বক্তব্য থামিয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা সংসদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা ইউনিট কমান্ড। চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপেক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্দা সংসদ চাঁপাইনবাবগঞ্জের সাবেক কমান্ডার মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সহকারী কমান্ডার তরিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মো.মোফাজ্জল হক,মো.মনসুর আলী,সৈয়দ মাহতাবুল হক,শওকত আলী,আশরাফ আলী,জয়নাল আবেদিনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।