রবিউল ইসলাম সাজু, বগুড়া
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্র শিবির। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব, পশ্চিম সেক্রেটারী হাফেজ ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্য এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সাজানো মিথ্যা মামলায় এটিএম আজহারকে এখনও আটক রাখায় দেশ এবং জাতি হতবাক। তারা অবিলম্বে এটিএম আজহারের মুক্তি দাবী করেন। সেই সাথে জুলাইসহ সকল গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আমলের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।