প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলা বিএনপির ঘোষিত কমিটিতে নবীনগরের-ই ২৩ জন!

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার। 

অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সম্মেলনের প্রায় সাড়ে তিনমাস পর বহুল কাংখিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ মে) প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত নূতন কমিটিতে ৩১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও রয়েছে।
শুক্রবার দিনভর ১৫১ সদস্যের বহুল আলোচিত এ কমিটিতে কারা স্থান পেল আর কারা পেল না, এ নিয়ে চলে নানা মহলে কমিটির পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
তবে ঘোষিত এই কমিটিতে জেলার ৯ টি উপজেলার মধ্যে নবীনগর উপজেলা থেকে মোট ২৩ জন নেতা স্থান পেয়েছেন বলে দৈনিক সারা জমিন বার্তা অনুসন্ধ্যানে জানা গেছে।

জানা যায়, ঘোষিত ৩১ সদস্যের উপদেষ্টা পরিষদে নবীনগর থেকে ৬ জন স্থান পেয়েছেন। ওই উপদেষ্টারা হলেন নবীনগরের বড়াইল গ্রামের সাঈদুল হক সাঈদ, বীরগাঁওয়ের তকদির হোসেন মো. জসিম, ধনাশীর সালাউদ্দিন ভুঁইয়া শিশির, আহাম্মদপুরের তোফাজ্জল হোসেন এফসিএ, টিয়ারার মো. সাইফুল হক ও ডোপাকান্দা গ্রামের ফারুক মিয়া।
এদিকে ঘোষিত ১৫১ সদস্যের জেলা বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটিতে নবীনগর উপজেলার ১৭ জন স্থান পেয়েছেন।
এঁরা হলেন সহ সভাপতি পদে উপজেলার নারায়ণপুর গ্রামের এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, উপজেলা সদরের মো. মলাই মিয়া ও সলিমগঞ্জের বাড়াইল গ্রামের বর্তমান ডেপুটি এটর্নি জেনারেল 
এডভোকেট আব্দুল্লাহ আল বাকী।
এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে উপজেলার সীতারামপুরের আলী আজ্জম, অর্থনৈতিক সম্পাদক পদে  যশাতুয়া গ্রামের কাজী নাজমুল হোসেন তাপস, সহ-আইন সম্পাদক পদে বগডহর গ্রামের ব্যারিষ্টার আশরাফ রহমান স্থান পেয়েছেন।
এদিকে কমিটির কার্যকরী পরিষদে নবীনগর উপজেলা থেকে যাঁরা সদস্য পদ পেয়েছেন, তাঁরা হলেন নবীনগরের  আলীয়াবাদ গ্রামের 
এডভোকেট এম এ মান্নান, উপজেলা সদরের আবু সায়েদ, রসুল্লাবাদের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ভদ্রগাছার মো. নাজমুল করিম, উত্তর লক্ষীপুরের মাসুদুল ইসলাম মাসুদ, সদরের ওবায়দুল হক ভিপি লিটন, সাহারপাড়ের কে এম মামুনুর রশীদ, বাঙ্গরার আলামিন মিয়া, বিটঘরের রহমত উল্লাহ এবং মাঝিকাড়া গ্রামের দু'জন মো. মাসুদ রানা ও সাবেক ছাত্রনেতা হযরত আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়