মোঃ রবিউল ইসলাম রবি, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার দেবহাটায় জাতীয়তাবাদী দল বি এনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ মে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টা উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মে বেলা ১১ টায় দেবহাটা উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সকলের সহযোগীতায় এযাবৎ কালের সফল প্রস্তুতি সভায় পরিনত হয়েছে এ সভাস্থল।উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ কামরুজ্জামান ভূট্রো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল শোর্শেদ মিলন ও যুগ্ম আহবায়ক এসএম তানভীর মজিদ।উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন দেবহাটা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিউল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী,জাতীয় দৈনিক সরেজমিন এর স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম(রবি)সহ দেবহাটা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য বিন্দু ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।এসময় আগামী সমাবেশ সফল করতে সকলে একত্রিত হয়ে কাজ করার প্রস্তুতি গ্রহন করেন।সাতক্ষীরা জেলা দেবহাটা বি এন পির উর্দ্ধতন নেতাদের ছায়াতলে থাকার অঙ্গীকার করেন।দলীয় শৃঙ্খলা বজায় রাখতে একে অপরের পরামর্শে এগিয়ে যাওয়ার পরামর্শ উপনীত হয়।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে তারুণ্যের অহংকার বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনায় সাতক্ষীরা জেলা বি এনপির নেতাকর্মী ও দেবহাটা উপজেলা বি এন পির উর্দ্ধতন নেতাকর্মীদের পরামর্শে সকল দলীয় কাজে দেবহাটা উপজেলা সেচ্ছাসেবক দল চলবে এই আশাবাদ ব্যক্ত করেন।গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া র রোগ মুক্তি ও দির্ঘাআয়ু কামনা করে সফল সমাবেশ করার প্রস্তুতি সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।