প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমিগ্রেশন পুলিশ আটক করলো রিয়াদ চৌধুরীকে।

ইমিগ্রেশন পুলিশ আটক করলো রিয়াদ চৌধুরীকে।

দোলা দেওয়ান, নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্য যাত্রা পথেই হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর থেকে  আজ সকালে আটক হলেন বিএনপি থেকে বহিষ্কৃত সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী।

তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে আছেন।

গত ১১/৯/২০২৪ (বুধবার) দুপুরে নারায়ণগঞ্জের পোস্টঅফিস রোডের কুতুবআইল এলাকার হোসাইন টেক্সটাইল এ রিয়াদ চৌধুরীর লোকজন হামলা চালায় ও লুটপাট করে।

আরো জানা যায়,বিভিন্ন ভাবে লোকজনের মাধ্যমে জুট নিয়ে ফতুল্লায় রিয়াদ চৌধুরী অধিক অংকে চাদাঁ দাবী করেন,এবং জুট ও চাদাঁ  দাবির বিষয়ে বিবিন্ন বাকবির্তকে জড়িয়ে হামালা চালানো হয়।

রিয়াদ চৌধুরীর বিভিন্ন সন্ত্রাসী হামলা ও কার্যকলাপের শিকার  অনেকেই মুখ না খুললেও মুখ খুলতে বাধ্য হয়েছিলেন  হোসাইন টেক্সটাইলের মালিক আক্তার হোসাইন।

এই বিষয়ে নারায়ণগঞ্জ ডিসি বরাবর একটি দরখাস্ত দাখিল করা হয়।
গার্মেন্টস ব্যবসায়ী আজাদ হোসেনকে ফোনে হুমকি দেন এই রিয়াদ চৌধুরী এবং সেই কল রেকর্ড ফাস হলে গণমাধ্যম ও সোস্যালমিডিয়ায় বেপক আলোড়ন সৃষ্টি হয়।সেখানে চাদাঁ দাবিয়ের এক পর্যায় বলেন আগুন লাগিয়ে দিবে ফ্যাক্টরিতে এবং ফতুল্লার বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগানোর কথাও উঠে আসে।

বিভিন্ন গণমাধ্যমে জানাজানি হলে বিষয়টি নজরে পড়ে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর।এবং তিনি সংবাদ বিজ্ঞপ্তির  মাধ্যমে বলেন,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি,আদর্শ এবং সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য  নারায়ণগঞ্জের রিয়াদ মাহমুদ  চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এবং এই বিষয়ে গণমাধ্যমকে,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি)প্রত্যুষ কুমার মজুমদার জানান: তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিলো,সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে ভোর সকালের দিকেই থাইল্যান্ডের পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন।বর্তমানে রিয়াদ চৌধুরী আমাদের হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ