প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের তারুণ্যের ভাবনা শীর্ষক প্রস্তুতি সভা

ইউসুফ আলী, নাটোর প্রতিনিধি:

কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেসিনার  ও ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে  নাটোর শহরের এন এস কলেজ অডিটরিয়ামে জেলা স্বেচ্ছা সেবক দলের আয়োজনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ সভাপতি রাসেল মাহামুদ, যুগ্ন সাধারন সম্পাদক  কাজী মোকতার হোসেন, সহ সাধারন সম্পাদক আবীর হোসেন, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির,  সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা সহ স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর বিএনপি তথা স্বেচ্ছা সেবক দল  ছাত্রদল যুবদল আন্দোলন করেছে।  এর ভিতর স্বেচ্ছা সেবক দল  আন্দোলনে সবচেয়ে বেশী সক্রীয় ছিলো। এই ভোটের জন্য ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি। ৫ আগষ্টের পর ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর  ভোটের একটি সম্ভবনা তৈরি হয়েছিলো । কিন্তু অন্তবর্তী সরকার ভোট নিয়ে টালবাহানা করছে।

এরই প্রেক্ষিতে আগামী ২৪ শে মে  তারণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার এই প্রস্ততি সভা হচ্ছে। উত্তরবঙ্গের ভিতর রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ আন্দোলন সংগ্রামে সব থেকে বেশি এগিয়ে আছে তাই এই দুই বিভাগ থেকে প্রচুর সংখ্যক নেতা কর্মি অংশগ্রহন করবে এই আশা করা হয়। বর্তমানে ৩১ দফা বাস্তবায়ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা সাধারন মানুষের মাঝে জানার জন্য তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়