খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মাঠ চত্বরে শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উধ্বতন সহ-সভাপতি শ্রমিক দল জাতীয় নির্বাহী কমিটির ফারাজী মতিয়ার রহমান। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা আহসানুল কাদীর স্বপন। এছাড়া আরোও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌর আহবায়ক রেজাউল ইসলাম রেজা, তালা শ্রমিক দলের সদস্য সচিব সামারুল ইসলাম মিলন প্রমূখ। আলোচনা সভার পরে সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আওতায় সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।