কাজী হাবিব উল্লাহ রানা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
তারিখ- ১৫.০৫.২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতের নাম নিলয় চৌধুরী ইগলু (৩৫)। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
১৫ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, পুলিশের বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা নিলয় চৌধুরী ইগলুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) তাঁকে আদালতে পাঠানো হবে।