স্টাফ রিপোর্টার (কুমিল্লা) মাহমুদুল হাসান ভূইয়া
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত রুবেল হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত মো. জোবায়ের হোসেন (১৯) ও মো. ফয়সাল আহমেদ (২০) কে আটক করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে হাজির করা হয়।
আটক জোবায়ের হোসেন ধলাহাস গ্রামের মো. শাহজালালের ছেলে এবং গুনাইঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অপর আটক ফয়সাল আহমেদ একই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে এবং একই কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, “ঘটনার দিন ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থির চিত্র পর্যালোচনা করে আটক দুইজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সে অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।”