প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি গঠিত হওয়ায় জেলার নয়টি উপজেলা থেকে আনন্দ মিছিল ও নেতাকর্মীদের ঢল।

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন অন্তবর্তী সরকার একেক সময় একেক কথা বলছেন। তারা শাহবাগ চত্বর থেকে আইন প্রণয়নের চেষ্টা করছেন। শাহবাগের সংস্কার বাদ দিয়ে আগারগাঁও যে আমাদের সংসদ আছে, সেই সংসদের মাধ্যমে সকল সংস্কার করতে আহবান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
১৫মে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নবীনগর উপজেলা থেকে দুইটি গ্রুপে এক হয়ে হাজার হাজার নেতাকর্মী বাস, সিএনজি, নৌকা লঞ্চ যোগে জেলার কাউতুলি মোড় হতে অবকাশের সামনে জড়ো হয়ে নেওয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক ও নেতা সমাবেশে যোগ দেন। 

জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজিত সমাবেশে খালেদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিভিন্ন সংস্কারের কথা এখন বলা হচ্ছে। অন্তবর্তীকালীন সরকারকে বলবো, যত সংস্কার আছে, সকল সংস্কার উল্লেখিত আছে তারেক রহমানের ৩১ দফায়। তারপরেও যদি কোন সংস্কার আপনি মনে করেন করবেন সেটি করেন, তবে সেটি হল সঠিক নির্বাচনের সংস্কারের মাধ্যমে। সেই সংস্কার করে দ্রুত  নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। আগামী দিনে এই নির্বাচিত সরকার এসে সকল সংস্কার করবে। 

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যকরী সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, কবীর আহমদ ভূঁইয়া প্রমুখ।

এর আগে একটি আনন্দ মিছিল বের হয়। জেলা সদরসহ নয় উপজেলা থেকেই নেতা-কর্মী এ আয়োজনে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়