ইউসুফ আলী
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী নাটোর-২ আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে জেলা জুড়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) বিকেলে সদর উপজেলার হরিশপুরে ঢাকা রাজশাহী মহাসড়কে, লক্ষিপুর খোলাবাড়িয়া বাজার, দীঘাপতিয়া বাজার, ডাঙ্গাপাড়া বাজারে ও বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিগত কয়েকদিন ধরে একই ব্যানারে জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
বিকেল ৫ টায় সদর উপজেলার হরিশপুর এলাকায় ঢাকা- রাজশাহী মহাসড়কে মিছিল করে নাটোর পৌর বিএনপি। মিছিল শেষ করে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু ইউসুফ লাম বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা নাটোর বিএনপি পরিবারে অভিভাবক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে ফেইক আইডি থেকে কন্টেন্ট তৈরি করে ভিডিও ছাড়া হয়েছে। যেখানে কোন নির্দিষ্ট তথ্য-উপাত্ত নেই শুধুই এই হেয়প্রতিপন্ন করার জন্য তৈরি করা। তাদের বিরুদ্ধে এরকম অপপ্রচার সাধারণ ত্যাগী নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা কেউ মানতে পারছে না যার ফলে সারা জেলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছে। যারা এই ষড়যন্ত্র-চক্রান্ত করছে তারা দলের ভেতর নাকি বাহিরের সেটা এখনও আমরা বলতে চাচ্ছি না। আমরা মামলা করেছি আশা করছি আইন-শৃঙ্খলা বাহিনী এইসকল দুস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের মুখোশ উন্মোচন করবে।
এদিকে একই সময় বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে উপজেলার লক্ষীকোল বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এরপর সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম বলেন, দলে অনুপ্রবেশকারী একটি চক্র নাটোর জেলা বিএনপির ঐক্য ও সুনাম বিনষ্ট করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছেন। এ জন্য তারা দুলু পরিবারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার শুরু করেছেন। এসব ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে রুখে দেয়া হবে। কেননা নাটোরের বিএনপি দুলু’র হাতে গড়া। তাকে বাদ দিয়ে নাটোরে বিএনপির কোন অস্তিত্ব নেই। তাই দুঃসময়ের কান্ডারী দুলুকে নিয়ে অপপ্রচার বন্ধ করুন। অন্যথায় এ চক্রকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এই নেতা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম কানন, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা ও বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ নিশাত প্রমুখ।
উল্লেখ্য, চলতি সপ্তাহে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি এবং ঘনিষ্ঠ নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকয়েকটি ফেক ফেসবুক অ্যাকাউন্টে ১টি ভিডিও ছড়িয়ে দেয়া হয়। যেখানে তথ্য বিহীন বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয় দুলু তার স্ত্রী ও পরিবারের বিরুদ্ধে। এরপরেই এসবের প্রতিবাদে ফুসে ওঠে নাটোরের বিএনপি নেতাকর্মীরা।