প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পদ গোপন মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস

ছবিঃ সংগ্রহীত।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে জুবাইদা রহমানের দাখিলকৃত আপিলের শুনানি শেষে এই রায় দেন। এর ফলে এই মামলায় তারেক ও জুবাইদা রহমানের বিরুদ্ধে আর কোনো দণ্ড বা অভিযোগ থাকছে না বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জহিরুল হুদা। অভিযোগে বলা হয়, তারেক রহমান ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেন। তার সহযোগিতার অভিযোগ আনা হয় স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে।

২০২৩ সালের ২ আগস্ট মামলার রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচারিক রায়কে চ্যালেঞ্জ জানিয়ে জুবাইদা হাইকোর্টে আপিল করেন।

২০০৮ সালে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে তিনি দেশে ফিরে আসেন এবং মামলাটি চ্যালেঞ্জ করতে ১৩ মে হাইকোর্টে বিলম্ব মার্জনার আবেদন করেন। আদালত তার ৫৮৭ দিনের বিলম্ব মঞ্জুর করে আপিল গ্রহণ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেন।

আদালতে তারেক-জুবাইদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও মো. জাকির হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল করিম।

এদিকে, গত বছর ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। এরপরই তিনি নিয়ম অনুযায়ী বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়