প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"নির্বাচন ঠেকাতে সম্ভাব্য সব পথেই বাধা দেবে বিরোধীরা: প্রধান উপদেষ্টা"

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে সম্ভাব্য বাধা সম্পর্কে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা নানা উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। তারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সত্তাকে গড়ে তোলার পথেও প্রতিবন্ধকতা তৈরি করবে। সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করতে এবং এমন পরিস্থিতি সৃষ্টি করবে, যাতে নির্বাচন আয়োজনই প্রশ্নের মুখে পড়ে।"

প্রধান উপদেষ্টা আরও বলেন, "এই ধরনের বাধার কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে। সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। তাই আমাদের এখন থেকেই আরও বেশি সতর্ক হতে হবে।"
রাষ্ট্রীয় অতিথি ভবনে সাতটি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে এক বৈঠকে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন এবং আলোচনার সারাংশ তুলে ধরেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, "জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।" তিনি আরও বলেন, "এই নির্বাচন হবে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার নির্বাচন—নিজের ভূমিতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।" প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, "এই নির্বাচনে যেন কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।"
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর নেতাদের আশ্বস্ত করে বলেন, "জাতীয় নির্বাচন হবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে।" তিনি বলেন, "যাঁরা আগে কখনও ভোট দিতে পারেননি, তাঁদের জন্য এটি একটি ইতিবাচক অভিজ্ঞতা হতে হবে। আবার যাঁরা আগে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাঁদেরও এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। কেউ যেন ভোট দিতে না পারার অভিযোগ করতে না পারেন।"

নির্বাচন আয়োজনে বিভিন্ন পর্যায়ে বাধার আশঙ্কা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, "সবার মনে বিভ্রান্তি ও দ্বন্দ্ব তৈরি করার অপচেষ্টা চলবে। আমাদের দায়িত্ব সঠিক অবস্থানে থাকা, স্থির থাকা এবং একযোগে সহযোগিতা করা।"

এবারের নির্বাচনকে "একটি ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক নির্বাচন" হিসেবে আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, "এটি কোনো নির্দিষ্ট সরকারের নির্বাচন নয়, বরং এ দেশের সব মানুষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সার্বজনীন নির্বাচন। আমরা এ আয়োজন সফল করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন চাই।"

প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানও জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়