ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা থাকল না।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন সকাল ১১টার পর থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে শুনানি শুরু হয়।
এর আগে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে একই দিন চেম্বার আদালত ওই আদেশে স্থগিতাদেশ জারি করেন।
গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে রিট করেন অপরাজেয় ৭১, অদম্য ২৪ এবং বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলম।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী সংগঠনসহ বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই আলাদা আলাদা প্যানেল ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে এবার প্রায় ১০টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।