ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। ফলাফল ঘোষণার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন,“এই জয় শুধু আমার নয়। এই বিজয় মুসলিমেরও, অমুসলিমেরও। এই বিজয় হিজাবীর, আবার নন-হিজাবীরও। এটি নারীদের, এটি ঢাবির এটি আমাদের সবার।”
পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার পর উচ্ছ্বসিত জুমা সহপাঠীদের আলিঙ্গন করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতেও ধরা পড়ে সেই আনন্দঘন মুহূর্ত।
তিনি আরও লেখেন, “যে পরীক্ষায় আমাদের দাঁড় করিয়েছো, তার মর্যাদা রাখতে তৌফিক দাও, হে খোদা।”
জুমা এই জয়কে কোনো ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে দেখেননি। বরং এটিকে তিনি শিক্ষার্থীদের সম্মিলিত শক্তি ও গণতান্ত্রিক বিজয় হিসেবে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, ফাতেমা তাসনিম জুমা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তিনি।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদে ২৩টিতে জয়ী হয়েছে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ জোট।
জুমা তার স্ট্যাটাসে প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিজয় উদযাপনের জন্য নয়; বরং শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও প্রত্যাশা পূরণের দায়িত্ব হিসেবে পালন করা হবে। তার ভাষায়, “এটি ঢাবির প্রতিটি শিক্ষার্থীর জয়, এবং আমরা সবাই মিলে এর মর্যাদা রক্ষা করব।”