প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে শিবিরের মিছিল, জাকসুর ফল দ্রুত ঘোষণার দাবি

রাজধানীর রাস্তায় বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্রশিবির।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, ভোট গণনায় অতিরিক্ত লোকবল নিয়োজিত করা হয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আজ রাতের মধ্যেই গণনা শেষ করে ফল প্রকাশ করা সম্ভব হবে।

৩৪ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও বিলম্বে বিরক্তি বাড়ছে। প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর পদ্ধতিতে গড়মিল ধরা পড়ায় হাতে-কলমে গণনা করা হচ্ছে, যার ফলে বেশি সময় লাগছে।

এদিকে সিনেট ভবন ও ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

  • মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৪৩ জন, যার মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছেন। তবে নানা অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়