প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণনা শেষে জাকসুর ফল ঘোষণায় শিক্ষার্থীদের নজর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার বিকেল সোয়া ৫টায় সিনেট ভবনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কাজ শুরু করে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে শনিবার দুপুর আড়াইটায় গণনা শেষ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন, এর মধ্যে ভোট পড়েছে প্রায় আট হাজার।

 প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থীদের সংখ্যা

কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে চূড়ান্ত প্রার্থী: ১৭৮ জন

ভিপি পদে: ৯ জন

জিএস পদে: ৯ জন

যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): ৬ জন

যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ): ১০ জন


মোট ২১টি হলে (১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল) ২২৪টি বুথে ভোটগ্রহণ হয়। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদের জন্য মোট ৪০টি ব্যালটে ভোট দেন।

 নারী প্রার্থীদের অবস্থান

জাকসু নির্বাচনে মোট প্রার্থীর ২৫ শতাংশ নারী। তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। জিএস পদে ১৫ জনের মধ্যে মাত্র ২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চারটি পদে একেবারেই নারী প্রার্থী ছিল না। ছাত্রী হলগুলোর মধ্যেও পাঁচটিতে ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি

রাজনৈতিক প্যানেল ও বর্জন

নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থনে সর্বমোট ৮টি প্যানেল অংশ নেয়। তবে ভোটের অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ ৫টি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়