প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে জয়লাভের পথে এনসিপি – জানালেন পাটওয়ারী।

ছবি: তথ্য ভান্ডার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাটওয়ারী বলেন,
“আমাদের করা বিভিন্ন জরিপে দেখা গেছে, এনসিপি প্রায় ১৫০টি আসনে বিজয়ের সম্ভাবনায় রয়েছে। আমরা ইতোমধ্যে জেলা পর্যায়ের সমন্বয়কারীদের প্রস্তুতি নিতে বলে দিয়েছি।”

তিনি জানান, নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাবে গণআন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, আলেম সমাজ, আইনের ছাত্রদের পাশে থাকা আইনজীবী, এমনকি এমন কিছু সাবেক সেনা কর্মকর্তাদেরও, যারা কখনো জনগণের উপর গুলি চালাননি।

পাটওয়ারীর ভাষায়,
“এই নির্বাচন হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে। হবে নারীদের পক্ষে, হবে আলেম সমাজের নেতৃত্বে। তরুণদের নিয়ে একটি বড় জোটের রূপরেখাও তৈরি হচ্ছে।”

বিএনপির আসন কমে যাবে দাবি এনসিপির
বিএনপি বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,
“আগে ৫০ থেকে ১০০টি আসন পেতো বিএনপি। এখন সেই সংখ্যা আরও কমে আসবে।”

শাপলা প্রতীকেই অনড় এনসিপি
দলের নিবন্ধন নিয়ে চক্রান্ত চলছে বলে অভিযোগ করে পাটওয়ারী বলেন,
“আমরা স্পষ্টভাবে বলেছি প্রতীক হতে হবে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার একটি। এর বাইরে কিছু হলে আমরা জানি কিভাবে মোকাবিলা করতে হয়।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতিবাচক মনোভাব দেখালেও প্রতীক নিয়ে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে—এটাই দলের দাবি।

জোট নয়, একক লড়াইয়ের ঘোষণা
পাটওয়ারী নিশ্চিত করেন, এনসিপি কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না। বিএনপি বা জামায়াত—কারোর সঙ্গেই জোট নয়, এনসিপি লড়বে এককভাবে।

এসময় তিনি সংশয় প্রকাশ করে বলেন,
“নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কি না, সেটা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়