জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পুনরায় জবানবন্দি দিয়েছেন সিআইডির একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তিনি শেখ হাসিনার তিনটি ফোনালাপের ফরেনসিক বিশ্লেষণও সম্পন্ন করেছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৪৯ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করে।
এ পর্যন্ত উপস্থাপিত সাক্ষ্যগুলোতে উঠে এসেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশব্যাপী নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ-যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সরাসরি দায়ী করছেন সাক্ষীরা।
শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা এ গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে।
এছাড়া উত্তরার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ নয়জনকে আদালতে হাজির করা হয়েছে। একইদিনে আর