প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির চিঠি: ‘শাপলা’ প্রতীক বরাদ্দ চাইল ইসি সচিবের কাছে

ছবি: তথ্য ভান্ডার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে "শাপলা" চাইছে এ দাবি নিয়ে তারা নির্বাচন কমিশনের (ইসি) সচিবের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে। বুধবার দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের স্বাক্ষরিত আবেদনপত্র ইসি’র সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

আবেদনপত্রে এনসিপি জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তারা নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বৈঠক ও আলোচনায় অংশ নিচ্ছে। এপ্রিল থেকে প্রবাসীদের ভোটাধিকার, দল নিবন্ধন প্রক্রিয়া, নিবন্ধনের সময়সীমা এবং নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে এনসিপির প্রতিনিধিদল কমিশনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে আসছে।

দলটি অভিযোগ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনী প্রতীক তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়। এ জন্য গঠিত কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীকের খসড়া তালিকা করে, যেখানে ‘শাপলা’ প্রতীক যুক্ত থাকার আশ্বাস দেয়া হয়েছিল। ৪ জুন এনসিপির প্রতিনিধি দলও এ বিষয়ে বৈঠক করে এবং গণমাধ্যমে সে খবর প্রকাশিত হয়।

এরপর ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন দাখিল করে এবং একই সঙ্গে দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের দাবি জানায়। তাদের মতে, সেদিন থেকেই দেশজুড়ে সাধারণ মানুষ এনসিপিকে শাপলা প্রতীকের মাধ্যমে চিনতে শুরু করে এবং জনগণের সঙ্গে দলের একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়।

কিন্তু ৯ জুলাই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে এনসিপি জানতে পারে, নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ১৩ জুলাই এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে। সেখানে তারা যুক্তি দেন, ‘শাপলা জাতীয় প্রতীক’এ ব্যাখ্যা আইনি ভিত্তিহীন।

এনসিপি আরও দাবি করে, মাঠ পর্যায়ের সব যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর কমিশন তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও ২৩ সেপ্টেম্বর ইসি সচিব সংবাদমাধ্যমকে জানান, প্রতীক তালিকায় শাপলা না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এনসিপির অভিযোগ, কমিশনের এমন একরোখা অবস্থান তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তুলছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিকে বাধাগ্রস্ত করছে।

শেষ পর্যন্ত দলটি নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানায়, "২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা এই তিনটির যেকোনো একটি প্রতীক তাদের বরাদ্দ দেওয়া হোক।" একই সঙ্গে কমিশন যেন পক্ষপাতদুষ্ট মনোভাব ত্যাগ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়