প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

ছবি: তথ্য ভান্ডার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত সকলেরই নেতা। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরে এই আন্দোলনের চূড়ান্ত পর্বের নেতৃত্ব দেবেন।”

উল্লেখ্য, এক-এগারোর রাজনৈতিক পরিস্থিতির পর ২০০৮ সাল থেকে তারেক রহমান পরিবারসহ লন্ডনে নির্বাসনে রয়েছেন।

সংবাদকর্মীদের উদ্দেশে জাহিদ হোসেন আরও বলেন, অতীতে স্বৈরাচারী শাসনের সঙ্গে যারা যুক্ত ছিল, তারাই আজও ভিন্ন নামে সক্রিয়। জনগণ সব দেখছে এবং সময়মতো সঠিক জবাব দেবে।

সাম্প্রতিক নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক নেতাদের ওপর ক্ষমতাসীন দলের হামলার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আওয়ামী লীগ সব সময় প্রতিহিংসার রাজনীতি করেছে। তারা দেশকে নিজেদের সম্পত্তি মনে করে। তবে শেষ পর্যন্ত জনগণ জানে কীভাবে তাদের প্রতিহত করতে হয়।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আসনসংখ্যার তুলনায় প্রায় দশগুণ বেশি। তিনি বলেন, “স্থানীয় জরিপ ও জনপ্রিয়তার ভিত্তিতেই প্রার্থী নির্ধারণ করা হবে। তবে এখনো কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি।”

এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ফ্যাব) নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. জাহিদ হোসেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা বিজয় সরণী সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়