প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশমার হুশিয়ারির দুই দিন পরেই নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা বরাদ্দ দিতে যাচ্ছে

ছবি: তথ্য ভান্ডার

শাপলা প্রতীক না দিলে এনসিপির চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব মিশমা বেগুন-বালতি নিয়ে আন্দোলনের হুশিয়ারির দুই দিন পরেই নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে শাপলা প্রতীক প্রদান করতে যাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাগুফতা বুশরা মিশমা গত কয়েকদিন আগে নির্বাচন কমিশন সামনে বালতিতে বেগুন ভরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরই ইসি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) কিছু গণমাধ্যমে জানা যায়, ইসির সূত্রে বলা হয়েছে, গ্যাজেটে শাপলা প্রতীক না থাকলেও এনসিপির আবেদন পুনরায় যুক্ত করে সংশোধনী গ্যাজেট প্রকাশ করা হবে এবং দ্রুত এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ করা হবে।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) এনসিপি নিবন্ধন প্রাপ্তির পর এবং শাপলা বরাদ্দের দাবিতে চট্টগ্রামে মিছিল করেন সাগুফতা বুশরা মিশমা। মিছিলে মিশমা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "একটি রাজনৈতিক দলের প্রতিকের মধ্যে গুরুত্ব থাকে, সেই প্রতিক থেকে দল পরিচিতি পায়। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে বেগুন-বালতির মতো হাস্যকর প্রতীক বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, যদি আমাদের শাপলা বরাদ্দ না দেওয়া হয় তাহলে আমরা শীঘ্রই বেগুন-বালতি নিয়ে নির্বাচন কমিশনের সামনে আন্দোলনে নামব এবং সেই বেগুন-বালতি তাদের দিকে ছুড়ে মেরে বলবো,  এনসিপির প্রতীক শাপলা; আমরা অন্য কিছু মানি না। আমাদের একটাই অপশন, শাপলা অথবা শাপলাই।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়