প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ দফা দাবিতে ঢাকার ডিসির কাছে ৭ দলের স্মারকলিপি

জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি রাজনৈতিক দল।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই স্মারকলিপি তুলে দেন দলগুলোর প্রতিনিধি দল।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, ফ্যাসিবাদী সরকারের বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারীদের সহযোগীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা।

স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, “দেশের জনগণ কোনো দলের চাপের রাজনীতি আর মেনে নেবে না। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন হতে হবে, সেটি পিআর পদ্ধতিতেই।”

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চেয়েছে। খেলাফত মজলিসের নায়েবে আমির আহম্মদ আলি কাসেমী জানিয়েছেন, দাবিগুলো আদায়ে তারা দুই দিনের কর্মসূচি পালন করবেন।

জামায়াতে ইসলামী জানিয়েছে, ঢাকাসহ সারাদেশে একযোগে এই ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়