জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেখানে শাপলা প্রতীক নিয়ে আলোচনায়, সেখানে এবার একই প্রতীক দাবি করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন জমা দিল বাংলাদেশ কংগ্রেস।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের বরাবর দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম আবেদনপত্র জমা দেন।
আবেদনে দলটি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই (২০১৩ সাল) বাংলাদেশ কংগ্রেস তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। প্রথম প্রচারপত্রে প্রাকৃতিক নকশায় ও পরে শৈল্পিক ডিজাইনে ‘শাপলা’ প্রতীকটি ব্যবহার করা হয়।
তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় ইসির পক্ষ থেকে জানানো হয়, ‘শাপলা’ জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হিসেবে অনুমোদনযোগ্য নয়। তখন বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করা হলেও নিবন্ধনের সময় গেজেটভুক্ত প্রতীকের বাইরে অনুমোদন না থাকায় দলটিকে ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করা হয়।
কংগ্রেসের আবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি কিছু রাজনৈতিক দল ‘শাপলা’ প্রতীক চাওয়ায় তারা নিজেদের অগ্রাধিকার দাবি জানাচ্ছে। তাদের যুক্তি, শাপলা প্রতীক ব্যবহারের ঐতিহাসিক ধারাবাহিকতায় বাংলাদেশ কংগ্রেসই প্রথম দাবিদার। তাই “ডাব” প্রতীকের পরিবর্তে “শাপলা” প্রতীক পুনরায় বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছে দলটি।
উল্লেখ্য, এর আগে ৯ অক্টোবর এনসিপিও ‘শাপলা’ প্রতীক দাবি করে জানায়, এই প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবে না। কিন্তু নির্বাচন কমিশনের ৫০টি প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় বিষয়টি এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।