প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনি নিশ্চয়তা না থাকায় জুলাই সনদ স্বাক্ষর থেকে সরে দাঁড়ালো এনসিপি: নাহিদ ইসলাম

ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরকে ‘শুধুই আনুষ্ঠানিকতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, আইনি নিশ্চয়তা ও আদেশ ছাড়া সনদে স্বাক্ষর দেওয়া অর্থহীন হবে, তাই এনসিপি আগামীকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “শুধু রাজনৈতিক দলগুলো এক জায়গায় বসে আলোচনা করলেই হবে না তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে, ক্ষমতায় গেলে এই সনদের ধারাগুলো বাস্তবায়ন করবে। গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐক্যমুক্ত কমিশনের আলোচনাগুলোরও একটি আইনি ভিত্তি থাকা জরুরি।”

তিনি আরও বলেন, “আগামীকাল যে অনুষ্ঠান হতে যাচ্ছে, সেটিতে জুলাই সনদ স্বাক্ষর করা হলেও আদেশ জারি না হলে সেটি কেবল প্রতীকী হবে। সনদ ইতিমধ্যেই প্রণীত; এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র নিয়েও পূর্বে প্রতারণা হয়েছে। তার ভাষায়, “ঘোষণাপত্রের আসল টেক্সট আমাদের দেখানো হয়নি। যে অংশ দেখানো হয়েছিল, পরে পাঠের সময় সেটি বদলে দেওয়া হয় এবং ফলাফল দাঁড়ায় একটি ‘কমপ্রোমাইজড ডকুমেন্ট’। আমরা আর কোনো অর্থহীন স্বাক্ষরের সাক্ষী হতে চাই না।”

তিনি স্পষ্ট করে বলেন, “আইনি ভিত্তি ও অর্ডারের নিশ্চয়তা ছাড়া সনদে সই করা মূল্যহীন। তাই এনসিপি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেবে না।”

এদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন আকস্মিক জরুরি বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি তাদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে। তবে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, শুক্রবারই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে, এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়