প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ মিনারে শিক্ষকদের আমরণ অনশন, পাশে দাঁড়াল এনসিপি

ছবি :ফাইল থেকে নেওয়া

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে শুরু হওয়া এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অনশনে গড়িয়েছে। আজ, শুক্রবার, দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা। টানা ছয় দিনের লাগাতার কর্মসূচির পর এই কঠোর পদক্ষেপ নিলেন তারা।

এই আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষকদের স্বাস্থ্যসেবার দায়িত্ব নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির স্বাস্থ্য উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অনশনে থাকা শিক্ষকদের স্বাস্থ্যগত অবস্থার অবনতি হতে পারে, এই আশঙ্কা থেকে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ডা. মো. আব্দুল আহাদের নেতৃত্বে এই টিমটি শিক্ষকদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারি করে। শিক্ষকরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তিনটি নির্দিষ্ট দাবিতে রাজপথে নামেন। গত ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে তাদের পূর্ণ অবস্থানে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নেন।

গতকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের একটি বৈঠক হলেও তা ফলপ্রসূ না হওয়ায় আজ থেকে শিক্ষকরা আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচি বেছে নিতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়