প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দোসর’ মন্তব্যে বিতর্ক, সালাহউদ্দিনের কাছে ক্ষমা চাইলেন নাহিদ

ছবি : সংগৃহীত

জুলাই সনদ সইয়ের দিন আহত ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সালাহউদ্দিন সাহেব “জুলাই যোদ্ধাদের” ফ্যাসিস্ট সরকারের দোসর বলেছেন এ বক্তব্য গভীরভাবে বেদনাদায়ক। যারা রাজপথে লড়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে, তাদের এমন আখ্যা অসম্মানজনক।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সম্ভবত তিনি ভুল তথ্য পেয়েছেন। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, তাই বাস্তব পরিস্থিতি জানেন না। আমরা আশা করি তিনি বক্তব্য প্রত্যাহার করবেন, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইবেন এবং তাঁদের কাছ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস শুনবেন।’

উল্লেখ্য, শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধা’ নামে কয়েক শ ব্যক্তি বিক্ষোভে নামে। পুলিশ তাঁদের সরিয়ে দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল লোক ফ্যাসিস্ট সরকারের বাহিনীর অংশ ছিল।”

এই মন্তব্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যার হাত কাটা গেছে, যার সন্তান শহীদ হয়েছে, তাদের ফ্যাসিস্ট সরকারের দোসর বলা শুধু ভুল নয়, এটি অন্যায়ের চরম উদাহরণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়