প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন কে—জবাব দিলেন মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী নিয়ে কোনো সংশয় নেই  এ কথা স্পষ্ট করে জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ১০ অক্টোবর গুলশানে নিজ বাসভবনে তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার মতো অবস্থায় থাকেন, তবে তিনিই প্রধানমন্ত্রী হবেন। অন্যথায় দায়িত্ব নেবেন তারেক রহমান। এ বিষয়ে দলে কোনো মতভেদ নেই।’

নির্বাচন কমিশন নিয়ে দলের অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।’

বিএনপির প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রচার করা হচ্ছে যে বিএনপি প্রস্তুত নয়, প্রার্থী নেই, ক্যাম্পেইন শুরু করতে পারেনি এসব ভুল ধারণা। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। ২০১৮ সালেও আমরা অংশ নিয়েছিলাম, এখন আরও সংগঠিত ও প্রস্তুত।’

তিনি যোগ করেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা এখন অনেক বেশি সচেতন ও সক্রিয়। জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ছে, বিএনপি মাঠে ফিরে এসেছে নতুন উদ্যমে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়