জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) হাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা নেই। রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত অভিযোগ করেছেন, কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে। তিনি বলেন, “মধ্যযুগীয় রাজাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন, যা গণবিশ্বাসী ও জনবান্ধব হওয়া উচিত ছিল।” এছাড়া তিনি উল্লেখ করেন, “রিমোট কন্ট্রোলের সুইচ যেন অন্য কোথাও থেকে চাপানো হচ্ছে এ ধরনের আচরণই সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।”
তিনি সতর্ক করেছেন, বর্তমান কমিশন নুরুল হুদার মতো পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সজাগ থাকা উচিত। এনসিপি এখন শুধু শাপলা প্রতীকেই জোর দিচ্ছে এবং বলেছে, “শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক গ্রহণযোগ্য নয়। আইনগত ব্যাখ্যা না থাকায় রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”
গত জুনে নিবন্ধন আবেদনকালে কলম ও মোবাইল ফোন প্রতীকের পাশাপাশি শাপলার আবেদন করেছিল এনসিপি। পরবর্তীতে দুইটির প্রার্থীতা প্রত্যাহার করে কেবল শাপলার ওপর গুরুত্ব আরোপ করেছে দলটি। কমিশন এখনো তালিকাভুক্ত প্রতীকের বাইরে কোনো প্রতীক মেনে নিচ্ছে না। রোববারের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। তবে এনসিপি আগের অবস্থানেই অটল।