প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় এলে ‘জাতীয় সরকার’ গড়ার বার্তা দিলেন মির্জা ফখরুল

**জাতীয় সরকার গঠনের আভাস, আসন বণ্টন নিয়ে এখনও সিদ্ধান্তহীন বিএনপি**

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জোট ও আসন বণ্টন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কতটি আসন ছেড়ে দেওয়া হবে, তা আলোচনার মাধ্যমেই নির্ধারণ হবে।

তিনি বলেন, “এ বিষয়ে আলোচনা চলছে, তবে কোনো সুনির্দিষ্ট সংখ্যা ঠিক হয়নি। যেসব দল আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের নিয়েই আমরা নির্বাচনে অংশ নেব এবং পরবর্তীতে জাতীয় সরকার গঠন করব।”

মির্জা ফখরুল ইঙ্গিত দেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকেই এই প্রস্তাবিত জাতীয় সরকারের অংশ হিসেবে দেখা যেতে পারে। তিনি আরও বলেন, “আমরা এক জায়গায় আছি যারা আন্দোলনে একসঙ্গে ছিল, তারাই নির্বাচনের পর জাতীয় সরকারের অংশ হবে।”

এনসিপি বিএনপির নির্বাচনী জোটে যোগ দেবে কিনা, সে বিষয়ে অপেক্ষার কথা জানান তিনি। “অসম্ভব কিছু নয়,” মন্তব্য করে ফখরুল বলেন, “জামায়াতে ইসলাম, এনসিপি কিংবা ইসলামী আন্দোলন তারা সবাই নির্বাচনে আসবে বলে জানিয়েছে, প্রচারও শুরু করেছে।”

মনোনয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনো শুরু হয়নি। “সবাই জানবে, তবে নির্দিষ্ট কিছু ধাপ শেষ হওয়ার পরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে,” বলেন তিনি।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার বিষয়েও দলের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়