বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে শাহিন মাহমুদ (এম.এইচ) নামের এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। আদালতের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে তাৎক্ষণিক কোনো আদেশ না দিয়ে তিনি বিষয়টিকে আদেশের অপেক্ষমাণ তালিকায় রাখেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতায় গণভোটের তুলনায় আলুর ন্যায্য মূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।’ এই মন্তব্যকে কেন্দ্র করে ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টে তিনি দাবি করেন, ‘৮৮ কোটি টাকা বুলেটপ্রুফ গাড়িতে খরচ না করে কৃষকদের দিলে পেঁয়াজ–আলুর ন্যায্য দাম মিলত।’
বাদীর দাবি—তারেক রহমান কোনোভাবেই ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাহিন মাহমুদ মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক বিচক্ষণতা, দেশপ্রেম ও সামাজিক মর্যাদা হেয় করার চেষ্টা করেছেন।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।