প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য

দেশে ফেরার প্রক্রিয়া থেমে আছে: ট্রাভেল পাস চাননি তারেক রহমান

ছবি: তথ্য ভান্ডার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিনি যদি ট্রাভেল পাস চান, তবে তা ইস্যু করা হবে।”

তৌহিদ হোসেন আরও জানান, তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের প্রস্তুতি আছে বলেও মন্তব্য করেন তিনি। চিকিৎসকদের সিদ্ধান্ত ও দলের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের দেশে ফেরার খবর কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিএনপি নেতারা জানিয়েছিলেন, নভেম্বরে শেষ দিকে তিনি দেশে ফিরতে পারেন। এর মধ্যেই গুরুতর অসুস্থতায় খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ায় তার ফেরার জল্পনা আরও জোরালো হয়।

তবে এখন পর্যন্ত তার দেশে ফেরার তারিখ নিশ্চিত নয়। সম্প্রতি নিজেই ফেসবুক পোস্টে লিখেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রটি ‘সম্পূর্ণ উন্মুক্ত নয়’

সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে তারেক রহমান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

এদিকে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন তথ্য দিয়ে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই দেশে ফিরতে পারেন।

  • সর্বশেষ