বাংলাদেশ ক্রিকেটের দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও তামিম ইকবাল। জাতীয় দলে তাঁদের অবদান একসময় ছিল অনন্য, তবে সেই গৌরবের স্মৃতি এখন অনেকটাই অতীতে। এবার তাঁরা মুখোমুখি হচ্ছেন ভিন্ন এক মঞ্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে।
কখনো ধারণা ছিল, খেলোয়াড়েরা প্রশাসনে এলে ক্রিকেট রাজনীতির কালিমা থেকে মুক্তি পাবে। কিন্তু ৬ অক্টোবরের নির্বাচনের আগে যেভাবে আমিনুল ও তামিমকে ঘিরে ক্রীড়াঙ্গনে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে উল্টোটাই প্রমাণিত হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে আদালতের দোরগোড়ায়ও পৌঁছেছে।
সরকারপন্থী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন আমিনুল ইসলাম। বিসিবির সভাপতি হিসেবে এনএসসি মনোনীত দায়িত্ব পাওয়া এ ক্রিকেটার এখন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সভাপতি হওয়ার দৌড়েও আছেন। তাঁর অবস্থান পরিবর্তনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রভাবের কথাই আলোচিত।
অন্যদিকে, ওল্ড ডিএইচএসের কাউন্সিলর হয়ে নির্বাচনে নামছেন সদ্য অবসর নেওয়া তামিম ইকবাল। শোনা যাচ্ছে, তিনিও বোর্ড সভাপতির লড়াইয়ে নামবেন। বিএনপি ঘনিষ্ঠ হিসেবে তাঁর অবস্থান স্পষ্ট, আর দলটির শীর্ষ নেতৃত্ব থেকেও নাকি তিনি সবুজ সংকেত পেয়েছেন। বিএনপি সংশ্লিষ্ট অনেক সংগঠকও মাঠে নেমে গেছেন তাঁর হয়ে কাজ করতে।
এমন পরিস্থিতিতে বিসিবি নির্বাচন প্রথমবারের মতো দুই কিংবদন্তি ক্রিকেটারের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে দাঁড়িয়েছে। যে নির্বাচনে উত্তেজনা ও ইতিবাচক আবহ তৈরি হওয়ার কথা ছিল, সেখানে এখন প্রধান আলোচনায় রাজনৈতিক রঙ, কাউন্সিলর বিতর্ক আর দ্বন্দ্বের অভিযোগ।