প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য কারো চার্জার ব্যবহার করলে ফোনে কী প্রভাব পড়তে পারে?

ছবি : সংগৃহীত

আমরা অনেক সময় তাড়াহুড়োয় নিজের চার্জার না পেলে বন্ধু বা সহকর্মীর চার্জারেই ফোন লাগিয়ে দিই। বিষয়টি এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এর ভেতরে লুকিয়ে থাকা ঝুঁকির কথাই অনেকের মাথায় আসে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ছোট অভ্যাসটাই আপনার ফোনের ব্যাটারি থেকে শুরু করে ব্যক্তিগত ডেটা সবকিছুর জন্য বিপদ ডেকে আনতে পারে।

ভোল্টেজ–অ্যাম্পিয়ারের অমিল: নীরব ক্ষতি

প্রতিটি স্মার্টফোনের চার্জিং স্ট্যান্ডার্ড আলাদা। চার্জারের আউটপুট ভোল্টেজ বা অ্যাম্পিয়ারে সামান্য পার্থক্যও ব্যাটারিকে অস্বাভাবিকভাবে গরম করে দিতে পারে। নিয়মিত এমনটা হলে ব্যাটারির ক্ষমতা দ্রুত কমে যাওয়ার ঝুঁকি থাকে।

ফাস্ট চার্জার: সবার জন্য নয়

অনেকে ভাবেন ফাস্ট চার্জার মানেই ভালো চার্জ। কিন্তু আপনার ফোন যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে, তাহলে উচ্চক্ষমতার সেই চার্জার উল্টো ফোনের সার্কিটের ওপর অতিরিক্ত চাপ ফেলতে পারে। ফল—হ্যাং, অতিরিক্ত তাপমাত্রা, আর দীর্ঘমেয়াদে হার্ডওয়্যারের ক্ষতি।

নকল চার্জার: ছোট বাহানা, বড় বিপদ

অরিজিনাল না হলে চার্জার দেখতে যতই ভালো লাগুক না কেন, এর ভেতরে থাকে না সঠিক সেফটি সার্কিট। এমন চার্জার ওভারলোডিং থেকে ফোনে শর্ট সার্কিট, ব্যাটারি ফুলে যাওয়া, এমনকি বিস্ফোরণের মতো চরম বিপদ তৈরি করতে পারে।

ডেটা চুরির ফাঁদ: জুস জ্যাকিং

চার্জার বা ইউএসবি ক্যাবল যদি ডেটা ট্রান্সফার সক্ষম হয়, তাহলে জনসমাগমস্থলের চার্জার বা অপরিচিত কারো চার্জার ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। হ্যাকাররা ‘জুস জ্যাকিং’ এর মাধ্যমে চার্জ দেওয়ার সময় আপনার ফোনের তথ্য চুরি করে নিতে পারে।

নিরাপদ থাকুন: নিজের চার্জারই সেরা

যতটা সম্ভব নিজের ফোনের জন্য নির্ধারিত চার্জার ব্যবহার করুন। প্রয়োজনে অন্যের চার্জার নিতেই হলে নিশ্চিত হোন এটি ভালো ব্র্যান্ডের এবং আউটপুট আপনার ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যের চার্জার ব্যবহার করা ক্ষতি নাও করতে পারে আবার সামান্য ভুলই বড় সমস্যার জন্ম দিতে পারে। তাই সচেতন থাকুন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করুন।

  • সর্বশেষ