প্রতিদিনের প্রয়োজনে এখন প্রায় সব ঘরেই মাল্টিপ্লাগের ব্যবহার বেড়েছে। টেলিভিশন, মোবাইল চার্জার, রাউটার কিংবা ল্যাম্প সবকিছুই যেন এতে একসঙ্গে চালানো যায়! কিন্তু জানেন কি, কিছু যন্ত্র মাল্টিপ্লাগে লাগানো মানেই বাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়ানো? দেখে নিন কোন যন্ত্রগুলো কখনোই মাল্টিপ্লাগে ব্যবহার করা উচিত নয়।
ফ্রিজ ও ডিপ ফ্রিজ:
ফ্রিজ সারাক্ষণ চালু থাকে, তাই এর জন্য দরকার নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ। মাল্টিপ্লাগে লাগালে সার্কিট ‘ট্রিপ’ করতে পারে, কম্প্রেসর পুড়ে যেতে পারে ফলে যন্ত্র নষ্ট, খরচ বাড়ে। তাই সরাসরি দেয়ালের সকেটেই যুক্ত রাখুন।
মাইক্রোওয়েভ ওভেন:
চালু হলেই মাইক্রোওয়েভ প্রচুর অ্যাম্পিয়ার টানে, যা সাধারণ মাল্টিপ্লাগ সামলাতে পারে না। এর ফলে অতিরিক্ত লোড পড়ে সার্কিট গরম হয় এবং আগুন ধরার আশঙ্কা থাকে। নতুন সকেট বসাতে প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের সহায়তা নিন।
টোস্টার, কফি মেকার ও ব্লেন্ডার:
দেখতে ছোট হলেও এসব যন্ত্র ভেতরে প্রচুর তাপ তৈরি করে। মাল্টিপ্লাগে লাগালে তারের ইনসুলেশন গলে যেতে পারে ফলে শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়।
স্পেস হিটার ও এয়ার কন্ডিশনার:
সবচেয়ে বেশি বিদ্যুৎ টানে এই দুই যন্ত্র। মাল্টিপ্লাগে লাগালে ওভারলোড হয়ে স্ট্রিপ গলে যেতে পারে বা আগুন লেগে যেতে পারে। ভারী যন্ত্রের জন্য সবসময় আলাদা ও শক্তিশালী সকেট ব্যবহার করুন।
হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার:
একটু সময়েই প্রচুর বিদ্যুৎ খরচ করে তাই মাল্টিপ্লাগে লাগানো অত্যন্ত বিপজ্জনক। বাথরুমে ব্যবহার করলে ভালো মানের জিএফসিআই সকেট ব্যবহার করাই নিরাপদ।
চিকিৎসা যন্ত্র (CPAP, অক্সিজেন কনসেন্ট্রেটর ইত্যাদি):
এগুলো জীবনরক্ষাকারী ডিভাইস। মাল্টিপ্লাগে লাগালে ভোল্টেজ ওঠানামায় বন্ধ হয়ে যেতে পারে যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। সবসময় সরাসরি সকেটে রাখুন।
গেমিং কম্পিউটার ও হাই–এন্ড অডিও সিস্টেম
ভোল্টেজ ওঠানামায় এই যন্ত্রগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হয়। তাই সাধারণ মাল্টিপ্লাগ নয়, ব্যবহার করুন ভালো মানের সার্জ প্রটেক্টর।
এক মাল্টিপ্লাগে আরেকটি মাল্টিপ্লাগ (ডেইজি–চেইনিং):
সবচেয়ে বিপজ্জনক অভ্যাস! এতে ওভারলোড হয়ে দ্রুত আগুন লাগতে পারে। সবসময় এমন মাল্টিপ্লাগ ব্যবহার করুন যেটিতে সার্কিট ব্রেকার আছে।
মনে রাখবেন:
যে যন্ত্র তাপ উৎপন্ন করে, মোটর আছে বা এক হাজার ওয়াটের বেশি বিদ্যুৎ খরচ করে সেগুলো কখনোই মাল্টিপ্লাগে লাগাবেন না।
চার্জার, ল্যাম্প বা রাউটারের মতো হালকা যন্ত্রেই সীমাবদ্ধ থাকুন।