প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে নাবিল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লেগে হেলপার নিহত

মোঃ রবিউল ইসলাম রবি : স্টাফ রিপোর্টার 

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা বিভাজকের সাথে ধাক্কা লেগে পরিবহনে কর্তব্যরত হেলপার আনোয়ারুল ইসলাম নিহত।

নিহত আনোয়ারুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে থানা পুলিশ জানায়, গতকাল রাতে নওগাঁ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে নাবিল পরিবহন।

বাসটি সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা বিভাজকের ওপরে উঠে যায়। এসময় হেলপার আনোয়ারুল ইসলাম বাস  থেকে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত হেল্পার আনোয়ারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয় এবং বাসটি জব্দ করা হয়। 

সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়