মোহাম্মদ সাজেদুল ইসলাম (বুলু ),
গাংনী প্রতিনিধি, মেহেরপুরঃ
মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আইনত নিষিদ্ধ যান লাটাহাম্বার ধাক্কায় তন্ময় (১৮) নামের এক দুরন্ত যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে 9 টায় মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর বাজার সংলগ্ন এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটে।
নিহত তন্ময় আকুবপুর গ্রামের একলাচুর রহমানের ছেলে।
তন্ময়ের চাচা হাসানুজ্জামান জানান, স্যালো ইঞ্জিন চালিত একটি যান লাটাহাম্বা রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। পিছন থেকে ওপর লাটাহাম্বাচালক সাধন দাঁড়িয়ে থাকা লাটাহাম্বাকে অবৈধভাবে ধাক্কা দেয়। এ সময় সাধনের গাড়িতে থাকা তার সহযোগী তন্ময় নিহত হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।