প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাংনীতে মোটরসাইকেলের প্রচন্ড ধাক্কায় নিহত এক, আহত ২

মোহাম্মদ সাজেদুল ইসলাম বুলু,গাংনী উপজেলা প্রতিনিধি,দৈনিক সরেজমিন বার্তা।

মেহেরপুরের নীলকুঠি খ্যাত গাংনীতে, মোটরসাইকেলের ধাক্কায় সোহাগ নামের এক যুবক নিহত হয়েছে । একই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। মঙ্গলবার ৬ই মে দুপুর আড়াইটার দিকে নবনির্মিত অনিন্দ্য সুন্দর গাংনী কুষ্টিয়া মহাসড়কের তেরাইল ব্রিজ সন্নিহিত এলাকায় এই  মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগ উপজেলার হিন্দা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

আহতরা হলো উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারেক(৩৫) ও তেতুলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হোসেন।

গাংনী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সুস্মিত মেডিকেল অফিসার ডাক্তার জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ঘটনায় আহত আমজাদ হোসেন জানান, বিশেষ কাজে তিনি মোটরসাইকেল যোগে বামুন্দী থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তেরাইল ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আর ওয়ান ফাইভ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার আর টি আর গাড়ির পিছনে ধাক্কা দেয়। এই প্রচন্ড ধাক্কায় তিনি সহ আর ওয়ান ফাইভ মোটরসাইকেলের চালক এবং আরোহী সকলেই পিচঢালা  নবনির্মিত মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো -ল ৫৯০৪৮৮।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে তারেক ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া হাসপাতালে পৌঁছানোর পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহাগ আলীকে মৃত ঘোষণা করেন।

নিত্য দুর্ঘটনায় বিরক্ত স্থানীয়রা জানান,পূর্বে যখন রাস্তা অপ্রশস্ত ছিল তখন এত দুর্ঘটনা ঘটতো না। এখন রাস্তা যত প্রশস্ত হয়েছে এইসব ছেলে-পুলে বেপরোয়া গাড়ি চালায় এবং প্রায়শই দুর্ঘটনায় পতিত হয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে যায়,আবার অনেকেই ঘটনাস্থলাই নিহত হয়। এটা খুবই দুঃখ জনক। আশু প্রতিকারে এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সচেতন এলাকাবাসীর দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়