মোহাম্মদ সাজেদুল ইসলাম বুলু
রিপোর্টার, দৈনিক সরেজমিন বার্তা।
(১০-০৫-২৫)
মেহেরপুরের গাংনী উপজেলায়,ইঞ্জিন চালিত অবৈধ যান ট্রলির ধাক্কায় তাসনিমা খাতুন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।আজ শনিবার(১০-০৫-'২৫) সকাল ১০:৩০ এ গাংনী উপজেলার কাজিপুর খন্দকার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসনিমা খাতুন কাজীপুর বর্ডার পাড়ার মালেয়শিয়া প্রবাসী জয়নাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী-স্থানীয়রা জানান, তাসনিমা খাতুন, মা ময়না খাতুনের সাথে তার মামার বাড়ি খন্দকার পাড়ায় বেড়াতে আসে।সেখানে জয়নাল আবেদীনের বাড়ির পাশে জনৈক কাজেমের সবজির দোকানে হালখাতা চলছিল।তাসনিমার মা সেখানে মেয়েকে নিয়ে যান।রাস্তার অপর পাশে তাসনিমা, তার মামা আবু তাহেরের দোকান থেকে মিষ্টি নিয়ে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বানী ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই,দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে ট্রলি ও চালক রবিউলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।