প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ৭টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

ভাটারায় মোবাইল কোর্ট রাজউকের রাস্তা ক্ষয়ক্ষতির দায়ে দশ লক্ষ টাকা জরিমানা 

মোঃ রিপন হাওলাদার:

রাজধানীর ভাটারায় রাজউকের রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ করার সময় সড়কের প্রায়  (৩০ ফুট জায়গা )ভেঙে ডেবে যাওয়ার দায়ে ১০ লক্ষ টাকা জরিমানা ও দুটি অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ করলো রাজউক মহাখালী শাখা।

সোমবার (২৮ এপ্রিল ২৫ ইং)রাজউক মহাখালী শাখা কার্যালয়ের জোন-৪/২ এর আওতাধীন ভাটারা ১০০ ফুট সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে(অনন্ত রিয়েল এস্টেট লিঃ)'র কাছ থেকে দশ লক্ষ টাকা জরিমানা আদায় ও অবৈধ দুটি বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৭ টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট কার্যক্রম শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন,আমাদের কাছে অভিযোগ ছিল একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে নির্মাণ কাজ চলছে। বিষয়টি উদঘাটনের চেষ্টা করতে এই অভিযান পরিচালনা করা হয়।ঘটনাস্থলে এসে আমার দেখতে পাই রাজউকের বাস্তবায়ন প্রকল্প -৪ এর অধীনস্থ মাদানী এভিনিউ ১০০ ফুট সড়ক যেটির নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্রিগেড।সড়কটির নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে।আমাদের কাছে সড়কটি হস্তান্তর করার আগেই একটি ভবনের নির্মাণ কাজের কারণে রাস্তাটি ভেঙে ডেবে যায়।বিষয়টি তাদের কাছে জানতে চাইলে তারা দায় এড়ানোর চেষ্টা করে।পরে রাজউকের প্রকল্প পরিচালক মোঃ কায়সার এবং সেনাবাহিনীর প্রকল্প পরিচালক উপস্থিত হয়ে ক্ষতির মূল বিষয়টি অবগত করলে আমরা জানতে পারি নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাজনিত ঘাটতির কারণে এই ক্ষতি হয়েছে।দুই প্রকল্প পরিচালক তাদের মতামত দিলে তার উপর ভিত্তি করে ক্ষতির মূল কারণ নির্ণয় করে (অনন্ত রিয়েল এস্টেট লিঃ)'কে আর্থিক জরিমানা করা হয়।তাদের অপরাধ অনুযায়ী মোবাইল কোর্টের সংশ্লিষ্ট ধারায় তাদের ১০ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।সড়কটি আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই(অনন্ত তেরাসেস)তারা নিজ দায়িত্বে সড়কটি মেরামত করে দিবে মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। এছাড়াও জোন-৪/১ এর আওতাধীন দুটি অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ আরো ৭টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউকের প্রকল্প পরিচালক মোঃ কায়সার বলেন,আমরা এ বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য পরিক্ষা নিরিক্ষা করেছি।যাদের কারণে সড়কটি এমন ক্ষতির কবলে পড়েছে তাদের সাথে কথা হয়েছে।অনন্ত রিয়েল এস্টেট লিঃ এর অসাবধানতার কারণে সড়কটি প্রায় ৩০ ফুটের মতো ক্ষতি হয়েছে তাদের কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের ধারণা।ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আরো পরিক্ষা নিরিক্ষা করছি তবে তারা এর ক্ষতিপূরণ বহন করবে বলে জানিয়েছেন।
মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন,জোন-৪/১ এর অথরাইজড অফিসার মোঃ কায়সার পারভেজ,জোন-৪/২ অথরাইজড অফিসার মোঃ রাজিবুল ইসলাম। সহকারী অথরাইজড অফিসার ও প্রধান ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।এছাড়াও জোন-৪/২ এর পরিদর্শক মোঃ সোহাগ। জোন-৪/১ এর দায়িত্বাধীন পরিদর্শক সুমন চন্দ্র দাস।প্রশান্ত দও,আমিরুল,ইসলাম ,তারেক ,মোঃ আমিরুল ইসলাম,মোঃ আব্দুর রহমান,মুরাদুল্লাহ,শিমুল চন্দ্র পালসহ সেবাদানকারী সংস্থার অন্যান্য সদস্যরা উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়