প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী হইতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার 

দেলোয়ার হোসেন

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

গত (১৬ মে ২০২৫ ) রোজ শুক্রবার বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

রামপুরা থানা সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় উক্ত স্থান হতে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে: ১। তিনটি খালি ম্যাগাজিনসহ ৭.০৫ বোরের দুটি বিদেশি পিস্তল যার গায়ে 'Made in USA' লেখা ২। দুটি তাজাগুলি ও একটি কার্তুজসহ একটি রিভলবার ৩। একটি চার্জারসহ ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি ও ৪। শটগানের সাতটি রাবার বুলেট।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ