মো: আব্দুল্লাহ,নড়িয়া, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এমদাদিয়া দারুল উলুম বৈশাখী পাড়া মাদ্রাসা মসজিদে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
উক্ত মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হোসাইন আহমেদকে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আলী আজগর কোঠারি, বোরহান সরদার, হারুন খা মারধর করে,বুকে লাথিমেরে মাদরাসা থেকে বের করে দেয়।
বোরহান সরদার উস্কানিত দিলে মাওলানা হোসাইন আহমেদের নিজস্ব বাসার বাড়াটিয়াদের ভাড়া দিতে নিষেধ করেন হারুন খা, কিছুদিন মাওলানা হোসাইন আহমেদ তার নিজস্ব বাড়িতে গেলে লাঠি সোটা নিয়ে তাকে মারার উদ্দেশ্যে তারা তেড়ে আসলে তিনি পালিয়ে বেঁচে ফিরেন।
উক্ত ঘটনার পরপরই নড়িয়া থানায় মামলা করতে গেলে নড়িয়া থানার ওসি তার মামলা নেন নাই, উক্ত ঘটনার জন্য মাওলানা হোসাইন আহমেদ দেশবাসীর কাছে তো বিচার দাবি করেন।