প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবিতে ৯০পিস বুপ্রেনরফিন ইনজেশনসহ আটক-২

এ.বি.এম.হাবিব-
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ৯০ পিস বুপ্রেনরফিন ইনজেশনসহ ২জন মাদক কারবারীদের আটক করেছে রাব।

শনিবার (১৭মে) দুপুর সাড়ে ১২ টার সময় রাজশাহী সিপিসি-৩,জয়পুরহাট রাব-৫ ক্যাম্প কৃতর্ক উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে সুরুজ প্রাং ও হিরু মন্ডল নামের ২ মাদক ব্যাবসায়ীদের ৯০ পিস বুপ্রেনরফিন ইনজেশনসহ আটক করেন।

রাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে এই মাদক চোরাকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করেন তারা। ১৭ মে শনিবার দুপুরে রাবের একটি অভিযানিকদল তাদেরকে আটক করে সাক্ষিদের সামনে তাদের কাছে থাকা অবৈধ ৯০পিস বুপ্রেনরফিন ইনজেশন ও ১ মোবাইল ফোন উদ্ধার করেন। মাদক কারবারীরা হলো-নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত রফিক প্রামানিকের ছেলে সুরুজ প্রামানিক ও মো.জাহাঙ্গীর মন্ডলের ছেলে হিরু মন্ডল বলে জানা যায়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়