প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার উত্থান থেমে গেল, রূপার দামও চাপে

ছবি: তথ্য ভান্ডার

রেকর্ড স্পর্শের পর সোনার বাজারে বড় ধাক্কা, রূপার দামও গিয়েছে নীচে

সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ থেকে হঠাৎ ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সংক্রান্ত মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থার প্রভাবেই শুক্রবার এই পতন ঘটে। রয়টার্সের তথ্য অনুযায়ী, দুপুরে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪,২১১.৪৮ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে দাম ছিল ৪,৩৭৮.৬৯ ডলার পর্যন্ত, যা নতুন রেকর্ড।

মার্কিন সোনার ডিসেম্বার ফিউচারও কমেছে ২.১ শতাংশ, ৪,২১৩.৩০ ডলারে বন্ধ হয়েছে। ডলার সূচক সামান্য বেড়ে ০.১ শতাংশ অবস্থানে পৌঁছায়, যা বিদেশি ক্রেতাদের জন্য সোনার মূল্যকে আরও বাড়িয়ে দেয়।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আগ্রহসূচক ঘোষণার পর বাজারে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। চলতি বছর সোনার দাম ৬৪ শতাংশেরও বেশি বেড়েছে, যা ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংক ক্রয়, ডলারের বিকল্প বিনিয়োগ বৃদ্ধি এবং ইটিএফ ফান্ডে প্রবাহ বৃদ্ধির কারণে।

রূপার দামও ৫.৬ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্সে ৫১.২০ ডলারে নেমে আসে, যদিও এর আগের রেকর্ড ছিল ৫৪.৪৭ ডলার। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৬.১ এবং ৭.৯ শতাংশ কমে ১,৬০৭.৮৫ এবং ১,৪৮৫.৫০ ডলারে পৌঁছেছে।

সারসংক্ষেপে, সোনার রেকর্ড স্পর্শের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি, ডলারের শক্তি ও মার্কিন-চীন বাণিজ্য সম্পর্কের খবর বাজারে হঠাৎ ধাক্কা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়