প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দাম আজ: ১৯ অক্টোবর ২০২৫ আপডেট

ছবি : সংগৃহীত

রেকর্ডের শিখরে ওঠার পর হঠাৎই বিশ্ববাজারে স্বর্ণের দাম ঝাঁপিয়ে পড়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন-সংক্রান্ত নতুন মন্তব্য ও ডলারের দৃঢ় অবস্থানের কারণে দাম কমেছে ২ শতাংশেরও বেশি। রয়টার্স জানায়, দুপুরের দিকে স্পট গোল্ড প্রতি আউন্সে ৪,২১১.৪৮ ডলারে নেমে আসে।

এর আগে সেশন চলাকালে দাম ছুঁয়েছিল ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৭৮.৬৯ ডলার। বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ ৪,৩০০ ডলার অতিক্রম করলেও, পুরো সপ্তাহজুড়ে মোট বৃদ্ধি দাঁড়ায় মাত্র ৪.৮ শতাংশ।

তবে আন্তর্জাতিক বাজারের পতনের ছোঁয়া বাংলাদেশে পৌঁছায়নি। দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৪ অক্টোবর প্রতি ভরিতে ২,৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে।

রোববার (১৮ অক্টোবর) দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়াবে ২,১৬,৩৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৬,৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৭,০১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৪৭,৩৫১ টাকা।

বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকায় দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫,০৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৩,৮০২ টাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়