প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদরগঞ্জে এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কার পরীক্ষার্থী 

মোঃ রিফায়েত ইসতিয়াক হৃদয়ঃ

বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ২ জন এবং বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে আরও ২ জন পরীক্ষার্থীকে নকলের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকরা কঠোর নজরদারির মাধ্যমে নিয়ম ভঙ্গকারীদের শনাক্ত করেন। নকলের প্রমাণ পাওয়ার পর পরীক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্র সচিবরা জানিয়েছেন, কোনো অনিয়ম বরদাশত করা হবে না এবং ভবিষ্যতেও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সততা ও মেধার ভিত্তিতে নিজেদের সফলতা অর্জন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়