দোলা দেওয়ানঃ
নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
২৯ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সাধারণ শিক্ষক প্রতিনিধি আব্দুস সোবহান, অভিভাবক সদস্য মো. কামরুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং ৭৩-আইন/২০২৪ এর ৬৪(১) ধারা অনুসারে এ এডহক কমিটি গঠন করা হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।
এই মেয়াদে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।