রামগতি( লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উদ্বোধনী ও সমাপনী সভায় অনুষ্ঠিত আলোচনা সভা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষামুলক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝন্টু বিকাশ চাকমা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, "বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি''প্রতিপ্রাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আবু ইউসুফ, সহকারী শিক্ষা অফিসার হরিদাস সরকার, আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আকতার, রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদ,